ডাকসু নির্বাচন ২০২৫ - ইশতেহার
শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তি সচেতনতা, এবং উদ্ভাবনী দক্ষতা গড়ে তুলে আধুনিক প্রযুক্তি ও গবেষণার অনুকূল পরিবেশ নিশ্চিত করা, এবং জ্ঞানভিত্তিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে ঢাবিকে উদ্ভাবনী ও বৈশ্বিক শিক্ষা কেন্দ্রে রূপান্তর করা।

ডাকসু নির্বাচন ২০২৫ – মো: মমিনুল ইসলাম (বিধান)
আমার অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি
প্রশাসনিক জটিলতা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত শিক্ষা প্রতিষ্ঠানে আসার পর থেকে প্রশাসন কেন্দ্রিক অনেক জটিলতা দেখেছি এবং অনুভব করে মনে হয়েছে এই সমস্যা গুলো সমাধানযোগ্য।
ডিজিটাল সেবার ঘাটতি
বিশ্ববিদ্যালয়ের অটোমেশন ও ডিজিটাল সেবায় মারাত্মক ঘাটতি দেখেছি। রেজিস্ট্রার বিল্ডিং এর জটিলতা ফেইস করেছি।
গবেষণাবিমুখতা
পর্যাপ্ত সুবিধা না থাকার ফলে শিক্ষার্থীরা কিভাবে গবেষণাবিমুখ হয়ে যায় তা প্রত্যক্ষ করেছি।
আইডি কার্ড জটিলতা
হল কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড, লাইব্রেরি কার্ড, স্বাস্থ্যকার্ড এরকম অসংখ্য আইডি কার্ড বানানোর জটিলতা ফেইস করেছি।
চতুর্থ শিল্প বিপ্লব
চতুর্থ শিল্প বিপ্লবের প্রেক্ষাপটে, আমি বিশ্বাস করি ক্যাম্পাসের এই সমস্যাগুলো একটা একটা করে ধরে সমাধান করা সম্ভব।
ব্যবহারিক সমাধান
এজন্য দরকার প্রশাসনকে তার ফিজিবিলিটির মধ্যে রেখে বেটার আইডিয়া থ্রু করা। আমার সাংগঠনিক অভিজ্ঞতা থেকে আমি বিশ্বাস করি, প্রশাসনকে তার ফিজিবিলিটির মধ্যে রেখে বেটার আইডিয়াগুলো প্রশাসনের মাধ্যমে আমি এই বিশ্ববিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করাতে পারব।
শিক্ষার্থীদের সাথে সংলাপ
৪৫০+ শিক্ষার্থীর মতামত
ডাকসুতে নির্বাচিত একজন "বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক" এর থেকে শিক্ষার্থীরা কি ধরণের কার্যক্রম আশা করে তার জন্য আমি ৪৫০+ শিক্ষার্থীদের থেকে আইডিয়া নিয়েছি। তাদের ভিতরের প্রত্যাশা গুলো আড্ডা দিয়ে, গল্প করে বের করে নিয়েছি।
বিজ্ঞান আড্ডা উদ্যোগ
বিজ্ঞান ভিত্তিক প্লাটফর্ম- 'বিজ্ঞান আড্ডা'- এর ব্যানারে কার্জন হল প্রাঙ্গনে ১ম সত্যেন বোস জাতীয় বিজ্ঞান উৎসব-২০২৫ আয়োজন করেছি সেখানে সেমিনার, আইডিয়া জেনারেশন এর মত ইভেন্ট গুলো থেকে শিক্ষার্থীদের প্রত্যাশাগুলো রিকোগনাইজ করেছি।
আমার মূল লক্ষ্য
"শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, প্রযুক্তি সচেতনতা, এবং উদ্ভাবনী দক্ষতা গড়ে তুলে আধুনিক প্রযুক্তি ও গবেষণার অনুকূল পরিবেশ নিশ্চিত করা, এবং জ্ঞানভিত্তিক দক্ষতা উন্নয়নের মাধ্যমে ঢাবিকে উদ্ভাবনী ও বৈশ্বিক শিক্ষা কেন্দ্রে রূপান্তর করা।"
মো: মমিনুল ইসলাম (বিধান)
২০১৮-১৯ সেশন
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়
আমাদের অঙ্গীকার
একটি আধুনিক, প্রগতিশীল এবং ডিজিটাল ঢাকা বিশ্ববিদ্যালয় গড়ার লক্ষ্য
OBE (Outcome Based Education) ক্যারিকুলাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যারিকুলাম রূপান্তর করে সব বিভাগে OBE (Outcome Based Education) ক্যারিকুলাম চালুর উদ্যোগ নেওয়া হবে। যার ফলে দেশের বাহিরে গিয়ে উচ্চ শিক্ষা গ্রহণ সহজতর হবে এবং ঢাবিতে আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির মাত্রা বৃদ্ধি পাবে।
Thesis Support Cell গঠন
শিক্ষার্থীদের ওপেন রিসোর্স ও জার্নাল অ্যাক্সেস নিশ্চিতকরণে IEEE, Springer, Elsevier, JSTOR এর মতো জার্নালের সাথে বিশ্ববিদ্যালয়ের সংযোগ স্থাপন (Institutional Access) করার উদ্যোগ নেওয়া হবে।
গবেষণা অনুদান বৃদ্ধি
গবেষণার জন্য প্রয়োজনীয় ইকুইপমেন্ট, সফটওয়্যার ও রিসোর্স প্রাপ্তি নিশ্চিতকরা ও Thesis Support Cell এর মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের থিসিস চলাকালীন সময়ে এককালীন ও খণ্ডকালীন Loan সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।
আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম
বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু করা হবে এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা সুযোগ বৃদ্ধি করা হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের ভূমিকা
একজন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে আমার দায়িত্ব ও কর্তব্য
প্রযুক্তি অবকাঠামো উন্নয়ন
ক্যাম্পাসের প্রযুক্তিগত অবকাঠামো আধুনিকীকরণ এবং ডিজিটাল রূপান্তরে নেতৃত্ব দেওয়া। সকল বিভাগে উচ্চগতির ইন্টারনেট সংযোগ ও WiFi সুবিধা সম্প্রসারণ করা।
ডিজিটাল লার্নিং প্ল্যাটফর্ম
আধুনিক ডিজিটাল লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম চালু করা এবং এর রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা। গবেষণার জন্য প্রয়োজনীয় ডিজিটাল রিসোর্স ও সফটওয়্যার সরবরাহ করা।
প্রযুক্তি শিক্ষা সম্প্রসারণ
সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযুক্তি বিষয়ক Workshop ও Training Program আয়োজন করা। Artificial Intelligence, Data Science, Robotics সহ আধুনিক প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা।
ইনোভেশন Ecosystem
ক্যাম্পাসে উদ্ভাবনী পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের প্রজেক্টে সহায়তা প্রদান। University Startup Incubation Center প্রতিষ্ঠার জন্য কাজ করা।
গবেষণায় প্রযুক্তির ব্যবহার
গবেষণা কাজে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং গবেষণা সুবিধা প্রসারিত করা। গবেষণা পেপার ও জার্নাল অ্যাক্সেসের সুযোগ বৃদ্ধি করা।
সাইবার সিকিউরিটি
ক্যাম্পাস নেটওয়ার্ক ও ডিজিটাল সিস্টেমের সুরক্ষা নিশ্চিত করা। শিক্ষার্থীদের জন্য সাইবার সিকিউরিটি awareness program চালু করা।
ডিজিটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রূপকল্প
আমরা envisage একটি ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে প্রযুক্তি হবে শিক্ষার অপরিহার্য অংশ, গবেষণা হবে আন্তর্জাতিক মানের, এবং প্রতিটি শিক্ষার্থী পাবে আধুনিক ডিজিটাল সুবিধা।
আন্তর্জাতিক মানের গবেষণা সুযোগ সৃষ্টি
ডিজিটাল লার্নিং Ecosystem গড়ে তোলা
গ্লোবাল একাডেমিক পার্টনারশিপ বৃদ্ধি
৩০ দিনের রোডম্যাপ অঙ্গীকার
আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে, আমার উপর আস্থা করে শিক্ষার্থীরা আমাকে নির্বাচিত করলে প্রথম ৩০ দিনের মধ্যে একটি "বিজ্ঞান ও প্রযুক্তি রোডম্যাপ ২০২৫" প্রকাশ করব এবং তার প্রতিটি ধাপ বাস্তবায়নের জন্য ছাত্রসমাজের কাছে দায়বদ্ধ থাকব।
মো: মমিনুল ইসলাম (বিধান)
২০১৮-১৯ সেশন
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ
ড. মুহম্মদ শহীদুল্লাহ্ হল, ঢাকা বিশ্ববিদ্যালয়